হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (১ মে) চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, হাটহাজারী থানা ভাঙচুর ও সরকারি স্থাপনায় হামলার অভিযোগে জাফর আহমদ সাদেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সফরকে ঘিরে হাটহাজারীতে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা থানা, ভূমি অফিস, ডাকবাংলোসহ সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘের্ষ চার জন নিহত হন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১ মে,২০২১/ফাহাদ