বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান ডিভিশন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার অতিরিক্ত উপ কমিশনার ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ডিবিসূত্র জানিয়েছে, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে।