দুই ম্যাচে একটি করে জয় এবং ড্র নিয়ে কাতার বিশ্বকাপের নক আউট পর্বে এক পা দিয়ে রেখেছে লুইস এনরিকের স্পেন। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তাদের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান। এমন ম্যাচে মোরাতার গোলে শুরুতেই এগিয়ে গেছে স্প্যানিশরা।
জাপানের বিপক্ষে শুরু থেকেই পজিশন ধরে রেখে খেলতে থাকে স্পেন। ম্যাচের দ্বাদশ মিনিটে আসে দলটির কাঙ্ক্ষিত মুহূর্ত। যেখানে হেড থেকে গোল করে স্প্যানিশদের এগিয়ে দিয়েছেন আলভারো মোরাতা।
এরই মধ্যে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টির পথে জাপান। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে স্পেনের বিপক্ষে জিততে হবে তাদের।
জাপান ড্র করলে তাকিয়ে থাকতে হবে জার্মানি-কোস্টারিকা ম্যাচের ফলাফলের দিকে। তখন তাদের জন্য হিসাবটাও হবে অনেক কঠিন। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখতে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না ২০১০ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে দুই দলই বেশ শক্তিশালী একাদশ নিয়ে রণকৌশল সাজিয়েছে।
স্পেন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১) উনাই সিমন, আজপিলইকুয়েতা, রড্রি, পাউ টরেস, বালদে, সার্জিও বুসকেটস, গাভি, পেড্রি, নিকো উইলিয়াম, মোরাতা, দানি ওলমোকোচ।
কোচ: লুইস এনরিকে
জাপান একাদশ: (ফরমেশন:৪-২-৩-১): সুইচি গোন্দা, মায়া ইয়োশিদা, কউ ইতাকুরা, ইয়োতো নাগাতোমো, তানিগুশি, দাইচি কামাদা, তানাকা, ইতো, কুবো, মায়েদা, মোরিতা।
কোচ: হাজিমে মরিয়াসু।