ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসে আবেদন করায় ৮১ জন প্রার্থীর আবেদনপত্র বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (বিপিএসসি)।
এরপর তারা পুনরায় আবেদনের সুযোগ চেয়ে দরখাস্ত করেন। এরই ভিত্তিতে তাদের আবেদন বাতিল করা হয়েছে। একই সঙ্গে এসব প্রার্থীকে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে পুনরায় আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মে) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর ৮১ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পুরণকৃত আবেদনপত্র বাতিলপূর্বক পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেছেন।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন কর্তৃক নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরের ৮১ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমাদানের বিষয়ে অনুমোদন প্রদান করা হয়েছে। ’
আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
কুশিয়ারাভিউ২৪ডটকম/২০ মে,২০২১/সায়েম