ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসের শুরুতেই সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলনের করা হয়।
সকাল ১০ টায় সময় স্বাস্থ্য বিধি মেনে কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানান অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সৈয়দ নূরুজ্জামান।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ নূরুজ্জামান-এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক অসীম কুমার তালুকদার-এর সঞ্চালনায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক, রওশন আহমেদ খান, কমল পাণি চৌধুরী, মো. নজমুল ইসলাম, শরীফ আহমেদ খান, মো. আনিসুজ্জামান, জ্যোতিষ কুমার দাশ, চন্দন আচার্য্য, কাঞ্চন চক্রবর্তী, মো. তারেক হোসাইন, উম্মে সুমাইয়া, মো. মাসুম মিয়া প্রমুখ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্বরণ করে, বক্তারা বাংলাদেশ অভ্যুদয় ও বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানের উপর আলোকপাত করেন। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে ও দূরদর্শিতায় স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই উন্নয়ন আর আগ্রগতিতে ‘বাংলাদেশ’ এক বিস্ময়ের নাম হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাসীর কাছে। একসময় যেসব দেশ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ দিত, তারাই এখন প্রশংসাবাণে ভাসিয়ে দিচ্ছে। অর্থনৈতিক ও আর্থ-সামাজিক বেশির ভাগ সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশকে।